ইসি নিয়োগ আইন অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে: বদিউল আলম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম

ড. বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) নিয়োগের আইন অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার বিষয় কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন সংস্কার বিষয় কমিশনের প্রধান বলেন, ইসি নিয়োগের আইন সংস্কার অগ্রাধিকার পাবে। সরকার যখন চাইবে আমরা আশা করি, তখনই আমরা ওনাদের একটা খসড়া দিতে পারব। ওনারা যখন চান... নির্বাচন কমিশন নিয়োগ বা আইনটাতো একটা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বিষয় নয়। এটার সঙ্গে অনেক বিষয় যুক্ত আছে। আলোচনার ভিত্তিতে হলে ভালো হবে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা যথা সময়ে কাজ শুরু করেছি। এখন আইন-কানুন বিধিমালা পর্যালোচনা করছি। যাতে আমাদের সুস্পষ্ট ধারণা হয়, সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যাতে সংস্কার করতে পারি। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব, সুপারিশ এগুলো আমরা চাইব। ওয়েবসাইট ইসির ওয়েবসাইটের সাবডোমেইন হবে। এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।
আরো পড়ুন: পাসপোর্ট জালিয়াতিতে ফাঁসলেন সাবেক আইজিপি বেনজীরসহ ৫ জন