×

জাতীয়

পুলিশের অস্ত্রে কী ধরনের গুলি ব্যবহৃত, জানতে চায় তদন্ত সংস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ এএম

পুলিশের অস্ত্রে কী ধরনের গুলি ব্যবহৃত, জানতে চায় তদন্ত সংস্থা

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় ছাত্র-জনতার ওপর পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র থেকে কী ধরনের গুলি ছোড়া হয়েছিল, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তের স্বার্থে এসব আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক রিপোর্ট চেয়ে ঢাকাসহ দেশের ৮ মহানগর পুলিশকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সেই সময় যেসব পুলিশ কর্মকর্তা ওই অস্ত্র ব্যবহার করেছিলেন, তাদের নামের তালিকাও চাওয়া হয়েছে।

৯ অক্টোবর অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মো. মাজহারুল হকের সই করা চিঠিটি ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) ৮ মহানগরে পাঠানো হয়। এর আগে ৬ অক্টোবর তদন্ত সংস্থা আন্দোলনের সময় পুলিশ সদর দপ্তর ও অপারেশন বিভাগের কর্মকর্তাদের নামের তালিকাও চেয়ে চিঠি দিয়েছিল।

তদন্ত সংস্থা জানিয়েছে, সাবেক সরকারের সময়ে ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীসহ দলীয় সশস্ত্র ব্যক্তিরা হত্যাকাণ্ড, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। এসব অভিযোগ তদন্তের অধীনে রয়েছে এবং অপরাধগুলো তদন্তে ব্যবহৃত অস্ত্র ও সেগুলো কারা ব্যবহার করেছিলেন, তা জানা অত্যন্ত জরুরি।

চিঠিতে বিশেষভাবে ডিএমপির অধীনে কর্মরত থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তাদের নাম ও পদমর্যাদার তালিকা চাওয়া হয়েছে। এর মধ্যে দায়িত্বে থাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), ডিবির উপপরিদর্শক থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক রিপোর্টও পাঠাতে বলা হয়েছে।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ইসরাইল হাওলাদার জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চিঠি ডিএমপি পেয়েছে এবং এর ভিত্তিতে তালিকা প্রস্তুত শুরু করেছে।

আরো পড়ুন: লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

ডিএমপির একজন নাম প্রকাশে অনিচ্ছুক অতিরিক্ত উপকমিশনার জানান, তদন্ত সংস্থার চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে এবং একধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App