×

জাতীয়

সাগর-রুনী হত্যার রহস্য উন্মোচন নিয়ে যা জানালো আইনজীবী শিশির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম

সাগর-রুনী হত্যার রহস্য উন্মোচন নিয়ে যা জানালো আইনজীবী শিশির

ছবি: সংগৃহীত

   

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার রহস্য উন্মোচনে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মামলায় জড়িতদের নাম বিভিন্ন সময়ে এসেছে এবং একজন রাজসাক্ষী হিসেবে গোপনে স্বীকারোক্তি দিতে চাচ্ছেন।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

শিশির মনির বলেন, ‘মামলাটি অত্যন্ত গোপনীয়। কয়েকজন স্বীকারোক্তি দিয়েছেন এবং একজন রাজসাক্ষী হতে চাচ্ছেন। আমি আশাবাদী, এই হত্যার রহস্য উন্মোচিত হবে।’ তিনি আরো বলেন, সরকার এ হত্যার তদন্তে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করছে, যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। তাদের পূর্ব অভিজ্ঞতা থাকায় তদন্তে ভালো কিছু ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।

তবে তিনি স্বীকার করেন, ‘১২ বছর অতিক্রান্ত হওয়ায় কিছু আলামত নষ্ট হয়ে গেছে। কিছু ক্লু পাওয়া গেলেও মূল আলামত এখনো পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে কেউ কেউ সেগুলো ধ্বংস করেছেন। রহস্যের কিছুটা উন্মোচন সম্ভব হয়েছে, তবে পুরোপুরি বলা সম্ভব নয়, কারণ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।’

এ সময় শিশির মনির ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘এই আইন কোনো সভ্য সমাজে থাকতে পারে না। মানুষের কথা বলার অধিকার এবং সংবিধান স্বীকৃত অধিকার ছাড়া সাংবাদিকতা, বাক-স্বাধীনতা এবং গণতন্ত্রের অর্থ থাকে না।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্রে অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না থাকলে সাংবাদিকদের কোনো প্রাণ থাকে না।’

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার প্রমুখ।

আরো পড়ুন: ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

সাংবাদিক জসিম উদ্দিন, সেলিম আহমদ তালুকদার এবং সোহেল আলম সভা সঞ্চালনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App