×

জাতীয়

আদালত শেখ হাসিনাকে হাজিরের নির্দেশ দিলে যথাযথ ব্যবস্থা নেব: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম

আদালত শেখ হাসিনাকে হাজিরের নির্দেশ দিলে যথাযথ ব্যবস্থা নেব: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

   

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ এলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কোনো মামলায় আদালত যদি শেখ হাসিনাকে হাজির করার নির্দেশ দেয়, তাহলে সরকার সেটি বাস্তবায়ন করবে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীর সেবাসংঘ দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তৌহিদ হোসেন। সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনা সম্পর্কে আদালতের নির্দেশনার প্রসঙ্গে কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে বলে শোনা যাচ্ছে। যেকোনো দেশ ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে পারে, এতে আমাদের কোনো বাধা নেই। যদি আদালত কোনো নির্দেশ দেয়, আমরা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব।’

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমাদের সম্পর্ক উন্নয়ন উভয় দেশেরই প্রয়োজন। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের দরকার।’

দুর্গাপূজা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। সরকার সম্প্রীতিতে বিশ্বাসী এবং প্রতিটি জায়গায় পূজা আয়োজন সুষ্ঠুভাবে হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা সমাপ্ত হবে।

আরো পড়ুন: শেখ হাসিনার বিচারে চলতি সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ

এসময় তার সঙ্গে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবাসংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহাসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App