×

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উৎসব আয়োজন আমাদের ব্যর্থতা: ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উৎসব আয়োজন আমাদের ব্যর্থতা: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

   

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উৎসব আয়োজনকে বাংলাদেশে সামাজিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবকে দিয়ে আনন্দ-উৎসব আয়োজন আমাদের ব্যর্থতা। আমরা এমন সমাজ তৈরি করতে পারিনি, যেখানে সবাই একত্রে আনন্দ উদযাপন করতে পারে। এমন সমাজ আমরা চাই না।’

শনিবার (১২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দের মধ্যে পালিত হয়েছে, দেশের নানা জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘এবার পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, যা দেশের মানুষ স্বস্তি নিয়ে উপভোগ করেছে। সকল ধরনের দুর্ঘটনা বা আতঙ্কের পরিস্থিতি এড়াতে সরকার এবং সরকার বহির্ভূত সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে।’

এছাড়া, নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর জন্য তিনি ধন্যবাদ জানান, এবং বলেন, ‘এবার পূজায় নিরাপত্তা ব্যবস্থা চালানোর জন্য সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সরকারের সকল শান্তিরক্ষা বাহিনী সহযোগিতা করেছে। তবে, ভবিষ্যতে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে যে কেউ নিরাপত্তা বাহিনীর সহায়তা ছাড়াই উৎসব পালন করতে পারবে।’

এ সময় ড. ইউনূস আরো বলেন, ‘সমাজের সব অংশকে উৎসবের অংশীদার হতে হবে। কিন্তু আমরা এখনো এমন একটি সমাজ তৈরি করতে পারিনি, যেখানে সবাই সবার উৎসবে অংশ নিতে পারে।’ তিনি জানান, ছাত্র, শ্রমিকসহ সকল জনগণ যে অভ্যুত্থান মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তেমন সমাজ গড়াই তার লক্ষ্য।

আরো পড়ুন: কর অব্যাহতি সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এমন বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে এবং কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া উৎসব করতে পারবে।’

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App