×

জাতীয়

বেরোবিতে সম্মাননা প্রত্যাখ্যান করলেন উপদেষ্টা নাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম

বেরোবিতে সম্মাননা প্রত্যাখ্যান করলেন উপদেষ্টা নাহিদ

প্রধান অতিথির সম্মাননা স্মারক গ্রহণ করলেও শিক্ষার্থীদের বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

   

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মাননা প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আওয়ামী লীগ–সমর্থিত দুই শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ সিদ্ধান্ত নেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে এক শিক্ষার্থী মঞ্চে উঠে জানান, সম্মাননা পাওয়া দুই শিক্ষক, বিজ্ঞান অনুষদের ডিন কমলেশ রায় ও কলা অনুষদের ডিন শফিক আশরাফ, কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের উসকানিদাতা ছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম পুনরায় মঞ্চে উঠে মাইকে প্রধান অতিথির সম্মাননা প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আপনারা যে অভিযোগটি তুলেছেন, আমি তা জানতাম না। ভিসি স্যারের কাছে আমার অনুরোধ থাকবে, যেন শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।’

উপদেষ্টা নাহিদ আরো বলেন, ‘যেহেতু আপনারা অভিযোগ করেছেন যে স্বৈরাচারের দোসরদের সম্মাননা দেয়া হয়েছে, তাই একই মঞ্চ থেকে আমাকে যে সম্মাননাটি দেয়া হয়েছে, সেটি গ্রহণ করছি না। হয়তো কোনো একদিন সত্যিকার মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বেরোবিতে আবার আসব এবং তখন প্রকৃত সম্মাননা গ্রহণ করব।’

নাহিদের এমন বক্তব্যের পর শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির অধীনে শিক্ষার্থীদের দাবিগুলো সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা নাহিদ।

আরো পড়ুন: জানা গেলো আওয়ামী লীগ নেতাদের সর্বশেষ অবস্থান!

উল্লেখ্য, কমলেশ রায় ও শফিক আশরাফকে সম্মাননা দেয়ার বিষয়টি নিয়ে শুরু থেকেই শিক্ষার্থীরা আপত্তি তুলেছিলেন। তাদের অভিযোগ, কমলেশ রায় স্বৈরাচারী সরকারের সমর্থক এবং শফিক আশরাফের বিতর্কিত লেখায় নিহত শিক্ষার্থী আবু সাইদের অবমাননা করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App