বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে ভারত নিজেদেরটা আড়াল করতে চায় : নাহিদ ইসলাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানে রাজপথ থেকে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি এখন অনলাইনে গুজব ছড়িয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি দেশবাসীকে এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি যখন রাজপথে পরাজিত হলো, তখন তারা অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে। মিথ্যা তথ্য, গুজব ছড়িয়ে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে, যাতে কোনো মিথ্যা তথ্যের ফাঁদে পা না দেই।’
উপদেষ্টা বলেন, ‘ভারত বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে তাদের নিজের উগ্রবাদকে আড়াল করতে চায়। কিন্তু আমাদের সত্যটাকে তুলে ধরতে হবে। দেশের বাস্তব চিত্র তুলে ধরলে তা যথেষ্ট হবে আন্তর্জাতিক অঙ্গনে সঠিক বার্তা পৌঁছানোর জন্য।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র নীতিতে কোনো নতজানু অবস্থান গ্রহণ করে না। আমরা সমতার ভিত্তিতে যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। সরকার মাত্র দুই মাস দায়িত্বে এসেছে, কাজ করতে সময় লাগবে। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংকটসহ অন্যান্য সুবিধা বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলীর সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। শহীদ আবু সাইদসহ যারা এ বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সংগ্রামের অংশ, তাদের প্রতি যথাযথ সম্মান ও অগ্রাধিকার দেয়া হবে।’
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
আরো পড়ুন: ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করা গণমাধ্যমের বিচার হবে
পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী এতে সভাপতিত্ব করেন। সভায় আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. তানজীম উদ্দিন খান ও শহীদ আবু সাইদের বাবা মো. মকবুল হোসেন।