×

জাতীয়

শেরপুরে বন্যার পানি কমছে, কৃষি ও মৎস্য খাতে বিপুল ক্ষতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ এএম

শেরপুরে বন্যার পানি কমছে, কৃষি ও মৎস্য খাতে বিপুল ক্ষতি

ছবি: সংগৃহীত

   

শেরপুরের নদ-নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তকে দুর্ভোগ পোহাচ্ছেন নিম্নাঞ্চলের মানুষ। এখনো অনেক এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি, দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। পাশাপাশি বন্যায় কৃষি ও মৎস্য খাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় শেরপুরে অন্তত ৫০০ কোটি টাকার কৃষি ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি টাকার। কৃষি বিভাগ জানায়, জেলার ৪৭ হাজার হেক্টর জমির আমন ধান ও ১ হাজার হেক্টরের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ডুবে গেছে ৬ হাজার ৭১টি মাছের ঘের। যদিও সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৭১ কোটি টাকা ধরা হয়েছে, ক্ষতিগ্রস্তরা মনে করছেন প্রকৃত ক্ষয়ক্ষতি আরো বেশি হবে।

বন্যার কারণে শেরপুরের অনেক এলাকা এখনো পানির নিচে রয়ে গেছে। এতে প্রায় পৌনে দুই লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. সুকল্প দাস বলেন, ‘বন্যার পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া এবং সার-বীজ সহায়তা দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’

বন্যার কারণে প্রাণিসম্পদ খাতও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দেয়া তথ্য মতে, জেলার ৪৩ হাজার গরু, ৪৬০টি মহিষ, ৭১ হাজার ছাগল-ভেড়া এবং ৫ লাখ ৮ হাজার মুরগি ক্ষতির শিকার হয়েছে। তিনি জানান, ‘দুর্গত এলাকায় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক প্রাণী নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সমাধানের চেষ্টা করছি।’

এদিকে, জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলা উপজেলায় গত পাঁচ দিনে বন্যার পানিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। এর মধ্যে সোমবার (৭ অক্টোবর) নকলায় রাহিম (৫) এবং নালিতাবাড়ীতে জিমি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, ‘মঙ্গলবার পর্যন্ত জেলার প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দু’একদিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।’

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ে টিন ও নগদ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে।’

আরো পড়ুন: হাইকোর্ট বিভাগে ২৩ বিচারপতি নিয়োগ

বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এখনও খাদ্য, পানি ও আশ্রয় সংকটে চরম দুর্ভোগে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App