×

জাতীয়

ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটামসহ ৭ দফা দাবি সাংবাদিক মাহমুদুর রহমানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম

ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটামসহ ৭ দফা দাবি সাংবাদিক মাহমুদুর রহমানের

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

   

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি এই দাবি ৭ দফায় তুলে ধরে রবিবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এসব দাবি উত্থাপন করেন।

মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম যা কিছু ঘটনা ঘটেছে তার জন্য দায়ী একমাত্র বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজার হাজার ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আল্টিমেটাম দিচ্ছি, ৭ দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামব।’

মাহমুদুর রহমান ৭ দফা দাবির মধ্যে উল্লেখ করেন:

১. ছাত্র-জনতার বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য অনতিবিলম্বে ৪ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে।

২. ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে।

৩. যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নাম ঘোষণা করতে হবে।

৪. ২০০৯ সাল থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রতিটি ধারা ও উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং জনগণকে জানতে হবে ভারতীয় চুক্তিগুলোর বিষয়বস্তু। এজন্য একটি কমিটি গঠন করতে হবে, যেখানে দেশপ্রেমিকরা থাকবেন। তবে সেখানে ফ্যাসিবাদী ও ভারতীয় দালালদের রাখা যাবে না।

৫. বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার অ্যাভিনিউ করতে হবে, কারণ শহীদ আবরারের শাহাদতের মাধ্যমে ছাত্র-জনতার বিপ্লব শুরু হয়েছে।

৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, এটি জালিয়াতির মাধ্যমে করা হয়েছে।

৭. সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রহিম ও বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুর কারণ অনুসন্ধানে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

আরো পড়ুন: দুর্গাপূজায় কোনো নিরাপত্তাঝুঁকি নেই

মাহমুদুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা। তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদের আইডল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App