হত্যা হয়েছে এসপি শিপন, কি তবে আসে যায়?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৭:৫২ পিএম

ফাইল ছবি
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের শিকারের ঘটনায় দু:খ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে লেখেছেন বাংলাদেশ পুলিশের একজন্য এডিশনাল এসপি লেনিন চেকভ যা লেখেছেন ভোরের কাগজ পাঠকদের জন্য সেই স্ট্যাটাচটি হুবহু তুলে ধরা হলো...
লেনিন চেকভ লেখেছেন, আজ আর শাহবাগে কোন ভীড় নেই, রাস্তায় নেই কোন ব্যারিকেড, আজ আর প্রেসক্লাব চত্বরে মাইকে উচ্চস্বরে নেই কোন স্লোগান.. নেই কোন মানববন্ধন, মিছিল বা প্রতিবাদী পোস্টার অথবা নেই কোন মোমবাতি প্রোজ্জ্বলন বা সংহতি প্রকাশের আয়োজন.. হয়নি কোথাও প্রতিবাদের গান,কবিতা বা পথনাটক, ব্যানার, চিকা মারা দেয়াল,প্লাকড ইত্যাদি কোথাও কিছু নেই হত্যা হয়েছে এসপি শিপন কি তবে আসে যায়...? সে তো সরকারী কর্মচারী সে তো এসেছিল দেশ সেবায় সে তো পুলিশ সে কি আর মানুষ..?