×

জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রীর গ্রেপ্তার নিয়ে মেয়ের স্ট্যাটাস, যা লিখলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পিএম

সাবেক খাদ্যমন্ত্রীর গ্রেপ্তার নিয়ে মেয়ের স্ট্যাটাস, যা লিখলেন

ছবি: সংগৃহীত

   

সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার। 

তিনি লেখেন, বাবার জন্য তিনি আমৃত্যু লড়াই করবেন।  তবে স্ট্যাটাস দেয়া পর তার ফেসবুক আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ‘Engr. Trina Majumdar’ নামে আইডি থেকে সেই আবেগঘন স্ট্যাটাস দেন।  স্ট্যাটাস এবং আইডির বিষয়ে তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। 

স্ট্যাটাসে তৃণা মজুমদার লেখেন, ‘তাও তো দুই মাস বাবার পাশে থাকতে পেরেছি। আমার হাত থেকেই নিয়ে গেল। অনেক শক্তি দিয়েছে দুমাস আমাকে। সত্যের পথ কঠিন, এটাই শিখেছি ওনার কাছে, দেখা যাক। তৃণা, আমৃত্যু লড়াই করবে বাবার জন্য। তার দেয়া ওই স্ট্যাটাসে দ্রুতই কমেন্ট করতে থাকেন স্বজন, শুভানুধ্যায়ীরা। আসে সমালোচনাও। যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্য করেন অনেকেই। এছাড়া নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনি এলাকা নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা।

উল্লেখ্য, প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। তিনদিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ প্রায় অর্ধশত জন এখন কারাগারে রয়েছেন। এরমধ্যে সর্বশেষ সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তারের খবর দিয়েছে ডিবি। 

শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপকে হত্যার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানার মামলায় শুক্রবার সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে টানা চতুর্থবার জয় পান সাধন মজুমদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাধন ৫ অগাস্ট সরকার পতনের আগ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আরো পড়ুন: বিচারাঙ্গন নিয়ন্ত্রণ করা আনিসুল হকের সেই বান্ধবী এখন কোথায়?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App