×

জাতীয়

বর্ণাঢ্য চাকরিজীবন শেষে অবসরে গেলেন এসবি প্রধান মো. শাহ আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পিএম

বর্ণাঢ্য চাকরিজীবন শেষে অবসরে গেলেন এসবি প্রধান মো. শাহ আলম

অবসরে গেলেন এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহ আলম। ছবি: ভোরের কাগজ

   

পুলিশে ৩৪ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে অবসরে গেলেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহ আলম। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এই পুলিশ কর্মকর্তার অবসর উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এসময় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে মো. শাহ আলম অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশ পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এসময় আইজিপি বিদায়ী কর্মকর্তার সুন্দর অবসর জীবন ও সুস্থতা কামনা করেন।

আরো পড়ুন: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চালিকাশক্তি কে এই তৌফিকা

উপস্থিত পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশে আইজিপি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদার হতে হবে। প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। পুলিশ সদস্যদের কল্যাণে যা যা করা দরকার তাই করা হবে। তিনি জনগণকে পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, অতিরিক্ত আইজি পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সাফল্যের সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন। অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত আইজি মো. শাহ আলম তার বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সব পর্যায়ের সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, মো. শাহ আলম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত ১৩ আগস্ট এসবি প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেয় সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App