টানা ২৪ ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:১৫ পিএম

ছবি: সংগৃহীত
সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভের কারণে গত ২৪ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার যানবাহন আটকে পড়েছে, আর শ্রমিকসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। শ্রমিকরা বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থানা রোড এলাকায় শ্রমিকদের অবরোধের দৃশ্য দেখা যায়। এর আগে, সোমবার সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বার্ডস গ্রুপের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ আগস্ট এক নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। নোটিশে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে কারখানায় কাজের সংকট দেখা দিয়েছে। ফলে ২৮ আগস্ট থেকে গ্রুপের আর এন আর ফ্যাশনস লিমিটেড, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস অ্যান্ড জেড লিমিটেডের সব সেকশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকরা জানান, ২৭ আগস্টের নোটিশ অনুযায়ী ২৮ আগস্ট থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিকদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ১০ তারিখে পরিশোধ করা হয়। তবে ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, প্রতিষ্ঠানটি আরো ৩ মাস সময় চায়। বকেয়া টাকা পরিশোধ না করায় শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং সড়ক অবরোধ করে রাখেন।
শিল্প পুলিশ জানিয়েছে, কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণে শিল্পাঞ্চলে ৭টি কারখানা ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এবং আরও ৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরো পড়ুন: সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে দাবি মেটানোর আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।