২ মন্ত্রণালয়ে নতুন সচিব, সিনিয়রসহ ২ সচিব ওএসডি

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার ২ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে এবং সিনিয়রসহ ২ সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর মধ্যে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ উল্লেখযোগ্য।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আরো পড়ুন: শ্রমিকেরা উন্নয়নের ন্যায্য হিস্যা পাননি
সরকারি প্রশাসনের এই পরিবর্তন দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার অভিষেক ঘটাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।