শ্রমিকেরা উন্নয়নের ন্যায্য হিস্যা পাননি: দেবপ্রিয় ভট্টাচার্য

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
দেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মসূচির সুফল শ্রমিকরা সঠিকভাবে পায়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার (৩০ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে শ্রমিক নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
শ্রমিকনেতারা বৈঠকে অভিযোগ করেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি যথেষ্ট হয়নি। পাশাপাশি বাসস্থান, মাতৃত্বকালীন সুবিধা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। অনেক শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠনেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এছাড়া শিল্পকারখানা বন্ধ থাকা এবং তা পুনরায় চালু না হওয়া শ্রমিকদের জীবনমানের উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য শ্রমিকদের এই অভিযোগ আমলে নিয়ে বলেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় যা কিছু করা প্রয়োজন, আমরা তা বিবেচনা করব। এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন, যা শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করতে পারে বলে শ্রমিক নেতারা মত প্রকাশ করেছেন।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কমিটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাথে আলোচনা করেছে। আমরা ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটেও আলোচনা সভা করব। সকল অংশীজনের মতামত গ্রহণের পর তিন মাসের মধ্যে শ্বেতপত্রের খসড়া তৈরি হবে।
আরো পড়ুন: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার
শ্বেতপত্রে দেশের সামষ্টিক অর্থনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, ব্যাংকিংসহ বিভিন্ন খাতের পরিস্থিতি পর্যালোচনা করা হবে।