শেখ হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। ছবি: সংগৃহীত
রাজধানীর কাফরুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. ফজলু নামে এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাসহ ৭১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মৃত পোশাকশ্রমিকের স্ত্রী সুরাইয়া এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই মামলায় আরো উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান, কামরুজ্জামান প্রমুখ।
আরো পড়ুন: সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৫৮ জনকে আসামি করে মামলা
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন ফজলু। ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
অভিযোগে আরো বলা হয়েছে, মামলার আরজিতে বর্ণিত আসামিদের পরিকল্পনা ও নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।