খেলাপি ঋণের অর্ধেকই কয়েকজনের কাছে: গভর্নর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত
দেশে মোট খেলাপি ঋণের অর্ধেকই কয়েকজনের কাছে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকে টাস্কফোর্স নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘খেলাপি ঋণের অর্ধেকই আছে কয়েকজনের কাছে। তিনটি ব্যাংক দিয়ে শুরু হবে সংস্কার কাজ। ইসলামী ব্যাংকের সঙ্গে দুটো ব্যাংক যোগ হবে প্রথম দফায়। ইসলামী ব্যাংকগুলোতে দুর্বৃত্তায়ন হয়েছে। সংস্কার কাজের জন্য মানসম্মত ও স্বচ্ছভাবে কমিটি হবে। বিদেশি এক্সপার্ট আসবে।’
আরো পড়ুন: ৯ ব্যাংকে তারল্য ঘাটতি ছাড়ালো ১৮ হাজার কোটি টাকা
তিনি বলেন, ‘ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার, মূল্যায়ন ও নতুন শেয়ার কত দামে বিক্রি হবে সেগুলো পর্যালোচনা করা হবে। বড় অর্থ লোপাটের বিষয়গুলো আগে ধরা হবে। আমানতকারীদের নিরাপদ রেখে ব্যাংকখাতে বড় ধরনের রিফর্মের চেষ্টা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরো বলেন, ‘ব্যাংকের সংখ্যা কমানো উচিত। ছোট ছোট ব্যাংক একইভূত করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও চলতি সপ্তাহে আবারো নীতি সুদ হার বাড়বে বলে জানিয়েছেন তিনি।