×

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা

ছবি: সংগৃহীত

   

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর এই বিবরণী দাখিলের জন্য নির্ধারিত ফরমেট সংযুক্ত ছক ‘ক’ ও ‘খ’ এর মাধ্যমে ৩০ জুন পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী নভেম্বরের মধ্যে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এতে জানানো হয়েছে, ক্যাডার/প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (নবম গ্রেড এবং তার পরবর্তী গ্রেড) তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন।

দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তারা (দশম গ্রেড) তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী জমা দেবেন।

মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সরকারি অফিস/প্রতিষ্ঠানের গ্রেড-১১ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীরাও তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল করবেন। সম্পদ বিবরণী ফরম হাতে লিখিত বা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করা যাবে, এবং ফরমের কাঠামো ঠিক রেখে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পৃষ্ঠা সংযুক্ত করা যাবে।

জমি, ইমারত, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান, অলংকার, ব্যাংক সঞ্চয়, ঋণ, মোটরযান ইত্যাদির বিবরণ দিতে হবে। যৌথ মালিকানায় অর্জিত সম্পদের ক্ষেত্রে অংশ অনুযায়ী প্রাপ্য সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে।

অন্যদিকে, সরকারি কর্মচারীর সন্তান/সন্তানাদি যদি সরকারি কর্মচারীর ওপর নির্ভরশীল না হন, তাহলে তাদের সম্পদ এ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। সম্পদ বিবরণী ফর্মে পরিবারের সদস্যদের (স্ত্রী/স্বামী/সন্তান) তথ্যসহ সকল স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিতে হবে।

আরো পড়ুন: ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৬, আক্রান্ত ৯২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই নির্দেশনা সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App