কোথায়, কেমন আছেন শেখ হাসিনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
দিল্লিতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। ছবি: জি নিউজ
বাংলাদেশে ড. ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। সেই থেকে এখনো ভারতেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেমন আছেন, কী করছেন তিনি?
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনেই সামরিক হেলিকপ্টারে করে বাধ্য হয়ে ভারতে পালিয়ে আসেন তিনি। তবে এদেশে কী করছেন, কোথায় আছেন, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি দিল্লি সরকার।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের মতে, দিল্লিতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গিয়েছে।
সূত্রের খবর, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। সেখানে মেয়ে পুতুলের সঙ্গে থাকছেন তিনি। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লিভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন পুতুল।
যদি বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে চায়, তাহলে প্রত্যর্পণ চুক্তির ব্যবহার করতেই পারে। ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনার সরকারই চুক্তিটি করেছিল। তত্ত্বগতভাবে এই চুক্তিকে তাঁর বিরুদ্ধেই ব্যবহার করা যেতে পারে।