×

জাতীয়

বাংলাদেশকে কত টাকা দেবে জার্মানি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

বাংলাদেশকে কত টাকা দেবে জার্মানি?

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্যে জার্মানি আগামী ১০ বছরে ১০০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৩০৩ কোটি টাকা) সহায়তা দেবে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সহায়তার ঘোষণা আসে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরেই বাংলাদেশ দেড় কোটি ইউরো পাবে। এর মাধ্যমে বেসরকারি খাত, গবেষণা ইনস্টিটিউট, একাডেমিয়া ও সুশীল সমাজের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি কার্যকর প্রচেষ্টা চালানো হবে।

এই সহযোগিতায় ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘু, নারী ও যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন রিজওয়ানা হাসান। তার মতে, এই পারস্পরিক সহযোগিতা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন।

বৈঠকে নদী পরিষ্কার, পরিবেশ সুরক্ষা, ও জলবায়ু পরিবর্তন প্রশমনে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার ওপর আলোচনা হয়। টেকসই উন্নয়ন প্রকল্প ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে।

আরো পড়ুন: রিজার্ভের পতন থামানো গেছে

বৈঠক শেষে প্রযুক্তি স্থানান্তর ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর একটি সমঝোতার ভিত্তিতে আলোচনা শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App