দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পিএম

ছবি: সংগৃহীত
সম্প্রতি পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মানুষ মনে করছেন, দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এই জরিপটি পরিচালনা করেছে, যেখানে ৮১ শতাংশ মানুষ চান অন্তর্বর্তী সরকার যতদিন প্রয়োজন, ততদিন ক্ষমতায় থাকুক।
জরিপের তথ্য ও তার প্রভাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রবিবার (১৫ সেপ্টেম্বর) এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে ২ হাজার ৩৬৩ জন মানুষের মতামত নেয়া হয়। ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে করা এই জরিপে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে মানুষের মতামত সংগ্রহ করা হয়।
জরিপে ৩৮ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৩ বছর বা তার বেশি হওয়া উচিত। অন্যদিকে, ২ বছর মেয়াদ প্রয়োজন বলে জানিয়েছেন ৯ শতাংশ এবং এক বছরের জন্য ১১ শতাংশ। জরিপের ফলাফলে দেখা গেছে, ৩২ শতাংশ মানুষ অর্থনৈতিক সংস্কারকে প্রধান দাবি হিসেবে উল্লেখ করেছেন, যা রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারের চেয়ে বেশি।
অর্থনীতি: প্রধান সমস্যা
দেশের প্রধান সমস্যা হিসেবে ৪০ শতাংশ মানুষ অর্থনীতির কথা উল্লেখ করেছেন। বন্যা এবং রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়ও মানুষের চিন্তায় স্থান করে নিয়েছে। ২৫ শতাংশ মানুষ মনে করেন, সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়েছে, যদিও ৭২ শতাংশ তাদের সঙ্গে একমত নন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সামিনা লুৎফা বলেন, অপরাধ বেড়েছে কি না, তা নিয়ে নানা মত রয়েছে। অনেকেই কিছু অপরাধকে অপরাধ হিসেবেই গণ্য করছেন না।
ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, মানুষ এখন একাধিক কেন্দ্রে ক্ষমতা দেখতে চান না, বরং ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই জরিপের ফলাফলকে ইতিবাচক বললেও, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, সংস্কার কমিশন গঠন হচ্ছে বয়স্কদের দ্বারা, যা ছাত্রদের জন্য উদ্বেগের বিষয়।
আশাবাদ এবং পরিবর্তনের প্রয়োজন
বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ চিন্তাভাবনার বহুমাত্রিকতা প্রকাশ করছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ।
জরিপের ফলাফলে দেখা গেছে, রাজনীতির পাশাপাশি অর্থনীতির বিষয়ে মানুষের আশাবাদ কিছুটা কম, তবে ৬০ শতাংশ মানুষ মনে করছেন, অর্থনীতি সঠিক পথে রয়েছে।
আরো পড়ুন: দেশের সংস্কারে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে
সার্বিকভাবে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জনগণের আশাবাদ ও প্রত্যাশা পরিবর্তনের লক্ষণ প্রকাশ করছে, যা দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সৃষ্টি করেছে।