×

জাতীয়

উজানে ভারি বৃষ্টি

পূর্বাঞ্চলে ফের বাড়ছে বন্যার আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পূর্বাঞ্চলে ফের বাড়ছে বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত

   

ভয়াবহ বন্যার ধকল না কাটতেই আবারো দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে। উজানের ভারতীয় সীমান্তে শুরু হওয়া ভারি বৃষ্টি এবং বাংলাদেশে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আজ শুক্রবার উজান থেকে আকস্মিকভাবে ঢল নেমে অন্তত ৯টি জেলার নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের উজানে ভারতীয় অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি শুরু হয়েছে। এটা অনেকটা গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া বৃষ্টির মতো। বাংলাদেশের ভেতরে দক্ষিণ এবং পূর্বাঞ্চলজুড়ে আজকের মধ্যে একই ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এতে এসব এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে। আজ শুক্রবার থেকে ফেনী, নোয়াখালী, ল²ীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবানের নি¤œাঞ্চলে আকস্মিক পানির ঢল আসতে পারে। ফলে এসব এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে। দেখা দিতে পারে স্বল্পমেয়াদি বন্যা।

এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ল²ীপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সব জেলার নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে। এসব এলাকায় কয়েকদিনের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, আজ শুক্রবার বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে- যা গতকাল শুরু হয়েছে। কয়েকটি এলাকায় একদিনে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর ফলে, ফেনী, মাতামুহুরী, হালদা, সাঙ্গু ও মুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এদিকে সিলেট বিভাগে এবং এর উজানে ভারতীয় অংশেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি চলতে পারে। এর ফলে, সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ধলা ও রিগোয়াইন নদীর পানি দ্রুত বাড়বে। এতে নদী তীরবর্তী এলাকার নি¤œাঞ্চল আগামীকাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্লাবিত হতে পারে।

উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও দেশে প্রবল বর্ষণে গত ২০ আগস্ট আকস্মিকভাবে পূর্বাঞ্চলের ১২টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এখনো নিচু এলাকার বাসিন্দারা পানিবন্দি রয়েছেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, রাস্তঘাটসহ বিভিন্ন স্থাপনা বিধ্বস্ত হয়। মারা যায় বিপুলসংখ্যক গবাদি পশু। কৃষির ক্ষতি হয় ব্যাপক। সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব হয় কয়েক লাখ মানুষ। সরকারি হিসাবেই প্রায় ৫৮ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। বন্যার ক্ষত এখনো কাটেনি। ঘুরে দাঁড়ানোর যুদ্ধে রয়েছেন দুর্গতরা।

৩ নম্বর সতর্কসংকেত : আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও গতকাল সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App