সাবেক প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা আলাল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটূক্তির অভিযোগের মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে খুলনা সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস তাকে খালাস দেন।
আলালের আইনজীবী জানান, উচ্চ আদালতের জামিন শেষে খুলনার সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় মামলা করেন তখনকার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ফেসবুকে শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে এ মামলা হয়।
২০২২ সালের ৩০ জুন তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। মামলায় এতদিন উচ্চ আদালতে জামিনে ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।