×

জাতীয়

আদালতে আছাদুজ্জামান মিয়াকে তেড়ে মারতে গেলেন যুবক, অতপর…

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

আদালতে আছাদুজ্জামান মিয়াকে তেড়ে মারতে গেলেন যুবক, অতপর…

ছবি: সংগৃহীত

   

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার রিমান্ড শুনানি শেষে তাকে আদালত থেকে বের করার সময় এক যুবক তাকে মারতে তেড়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। ফলে ওই যুবক তার কাছে পৌঁছাতে পারেননি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে আছাদুজ্জামান মিয়াকে বের করার সময় এ ঘটনা ঘটে।

দেখা যায়, রিমান্ড শুনানি শেষে আসাদুজ্জামান মিয়াকে যখন আদালত থেকে বের করা হচ্ছিল তখন অজ্ঞাত পরিচয় ওই যুবক তাকে মারতে তেড়ে যান। কিন্তু আদালতের ফটকে পুলিশের বাধার কারণে তাকে না মারতে পেরে ওই যুবক পুলিশের সঙ্গে সঙ্গে আদালতের হাজত খানা পর্যন্ত যান। হাজতখানার গেটের সামনে পৌঁছানোর পর ওই যুবক পুলিশকে ধাক্কা দিয়ে প্রায় সাবেক ডিএমপি কমিশনারের কাছে চলে যান এবং তাকে মারতে হাত তোলেন। কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ওই যুবককে ধরে ফেলেন এবং তাকে হাজতখানার গেট থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। পরে পুলিশ সদস্যরা ঐ যুবকের পরিচয় জানতে চাইলে সে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আরো পড়ুন: আলোচিত ৪ মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর

এছাড়া আদালত থেকে সাবেক এই ডিএমপি কমিশনারকে বের করার সময় কয়েকজন নারী আইনজীবী তাকে উদ্দেশ করে বিভিন্ন গালিগালাজ করেন।

এদিকে আছাদুজ্জামান মিয়াকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি আদালত প্রাঙ্গণে সেনা সদস্যদেরও মোতায়ন করা হয়।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App