শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে তিন মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে দুইজনকে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বুধবার তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাগুলো দায়ের করা হয়।
মামলাগুলোর মধ্যে ২০১৩ সালে নির্বাচনের আগে তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে রেহেনা পারভীন নামে এক আইনজীবীকে মারধরে হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।
অন্যদিকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সেলিম আলী সেক নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনের নামে মামলা করা হয়েছে। নিহতের বিচার চেয়ে নিজেকে সচেতন নাগরিক হিসেবে দাবি করে মামলাটি করেন মামুন নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আরো পড়ুন: যে মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী
এছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে অটোরিকশাচালক সালাম বাবুকে গুলি করে হত্যায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা বাবা তোফাজ্জল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাসানুল হক ইনু, শেখ ফজলে নূর তাপস, আতিকুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার ও বহিস্কৃত যুবলীগ নেতা যুবলীগ ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
তিন মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১০ নম্বরে সেলিম আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে গত ২২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত অটোরিকশাচালক সালাম বাবু।
এছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টের সামনে তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিলেন তিন শতাধিক আইনজীবী। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পুলিশের ৪০-৫০ জন মাঠ প্রশাসনের পুলিশ তাদের ওপর হামলা চালায়। এসময় বাদী আইনজীবী রেহেনা পারভীনকে বেধড়ক মারধর করা হয়।