কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম

প্রতীকী ছবি
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ বাবলু মৃধা (৪৭) নামে এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
আরো পড়ুন: শেখ হাসিনা-কাদেরসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাত আনুমানিক সারে ৮টার দিকে যাত্রবাড়ি লাকি কমিউনিটি সেন্টারের সামনে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়। পথচারীরা তাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখান থেকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যায়।
তিনি আরো জানান, খবর সিএমএইচ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।