×

জাতীয়

আওয়ামী লীগকে নিয়ে সতর্কবার্তা দিলেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

আওয়ামী লীগকে নিয়ে সতর্কবার্তা দিলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আওয়ামী লীগ এতদিন স্বপ্নের মধ্যে লুটপাট করছিল, কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। তারা চুপচাপ বসে থাকবে না, বরং চেষ্টা করবে আন্দোলনকারীদের দুঃস্বপ্নে ফেলে দেয়ার।

রবিবার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস আরো বলেন, তোমরা আমাদের সামনে, জাতির সামনে একটি অসাধারণ স্বপ্ন এনে দিয়েছ। বাংলাদেশের জন্ম থেকে এমন সুযোগ আর আসেনি। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর টিকে থাকবে না। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পৃথিবীর একটি সম্মানিত রাষ্ট্রে পরিণত করা।

আন্দোলনের শহীদদের স্মরণ করে ড. ইউনূস বলেন, যারা শহীদ হয়েছে, তারা আজ আমাদের সঙ্গে থাকতে পারতো। কিন্তু সেই সুযোগ তাদের দেয়া হয়নি। আহতদের প্রতি তার সমবেদনাও জানান তিনি। হাসপাতালে আহতদের দেখে তার কষ্টের অনুভূতির কথা তুলে ধরে বলেন, যখন দেখি, মনে প্রশ্ন জাগে- এটাই কি আমরা বাংলাদেশ বানিয়েছি?

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত তোমরা থামবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব, এবং আমরা এই লক্ষ্য থেকে পিছপা হব না।’

আরো পড়ুন: ৪ দিন আগেই কন্যাসন্তানের বাবা হন গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা

আওয়ামী লীগের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে ড. ইউনূস জানান, তাদের প্রচেষ্টা থামবে না এবং তারা সব রকমভাবে আন্দোলনকারীদের প্রতিরোধের চেষ্টা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App