সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা তদন্তের নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এবং ঝিনাইদহের মহেশপুরে জমি দখল করে খেলার মাঠ বানানোর ঘটনা তদন্তে স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিশন পৃথক ঘটনার উপর ভিত্তি করে ঠাকুরগাঁও ও ঝিনাইদহ পুলিশ সুপারকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ৭ সেপ্টেম্বর ‘ঠাকুরগাঁওয়ে হিন্দু পরিবারের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ’ এবং ‘সংখ্যালঘুর জমি দখল করে খেলার মাঠ’ বিষয়ক সংবাদে কমিশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের ঘটনায়, ৪ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশন জানিয়েছে, এ ধরনের ঘটনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং এটি দেশের সুনাম ক্ষুন্ন করার আশঙ্কা তৈরি করেছে। কমিশন পূর্বেও ২০২৩ সালে ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল।
অন্যদিকে, ঝিনাইদহের ঘটনায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মীয় সংখ্যালঘুর জমি দখল করে খেলার মাঠ বানানোর অভিযোগকে মানবাধিকারের লঙ্ঘন ও আদালত অবমাননার শামিল হিসেবে চিহ্নিত করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, এসব ঘটনা সংখ্যালঘুদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে এবং এর সম্পূর্ণরূপে পরিহার করা প্রয়োজন।
আরো পড়ুন: রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি
এ বিষয়ে কমিশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আদেশের অনুলিপি প্রেরণ করেছে।