আইন সচিব হলেন গোলাম রাব্বানী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। এই পদে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-১) গোলাম রাব্বানীকে চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, এর আগে ১৩ আগস্ট আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি করা হয় এবং বিকাশ কুমার সাহাকে ওএসডি করা হয়। আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বিষয় জানানো হয়েছে।
আরো পড়ুন: একযোগে ১৬৮ বিচারককে বদলি
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়।