দোহারে লাঠির আঘাতে নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ১১:২৯ এএম

ঢাকার দোহারে পূর্ব বিরোধের জেরে লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, উপজেলার মুকসুদপুরের ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নিহত মো. মিজানুর রহমান শিকদার ওরফে মিজু শিকদার (৫৫) ওই এলাকার শামসুদ্দিন সিকদারের ছেলে।
আটকরা হলেন- নিহত মিজুর প্রতিবেশী মোস্তফা, তার স্ত্রী ও ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল বলেন, পূর্ব বিরোধের শনিবার সন্ধ্যায় মোস্তফার সঙ্গে মিজুর কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে মোস্তফা রাস্তার পাশে পড়ে থাকা একটি আম গাছের লাঠি দিয়ে মিজুকে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় আব্দুর রাজ্জাক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
মিজুর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।