পূজামণ্ডপে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, যেই হোক না কেন, যদি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা কাউকে হয়রানি করলে, আমরা তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শনকালে, অসহায়-দরিদ্রদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, রাজশাহী বিভাগের সনাতন ধর্মের ভাই-বোনেরা যাতে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মন্দিরে হামলার আশঙ্কা থাকলে স্থানীয়দের সম্পৃক্ত করতে হবে। আমরা নির্দেশ দিয়েছি, ঝুঁকিপূর্ণ মন্দিরগুলোতে স্থানীয় জনগণ ও মাদ্রাসা ছাত্ররা পালাক্রমে পাহারা দেবে। কোনো অপরাধী ধর্মীয় উৎসবে বাধা দিতে পারবে না।
ভারতের মথুরার শ্রীকৃষ্ণ মন্দিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মথুরায় শ্রীকৃষ্ণের মন্দিরে সেবা ও অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আশা করি, এখানকার মন্দিরগুলোও মানবিক উদ্যোগ নিয়ে ধর্মচর্চার পাশাপাশি অসহায় মানুষের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করবে।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আপনাদের পাশে আছি। এই দেশকে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে চাই, আর এই প্রয়াসে আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন।
আরো পড়ুন: আন্দোলনে আহতদের অবস্থার বর্ণনা দিয়ে কাঁদলেন ড. ইউনূস
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, নলওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. মোখতার আলী, এবং শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ি দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী স্থানীয় লোকজনও এসময় উপস্থিত ছিলেন।