×

জাতীয়

আমরা কোন বিতর্কিত কাজ করব না: ধর্ম উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

আমরা কোন বিতর্কিত কাজ করব না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: ভোরের কাগজ

   

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে মানুষের মাঝে সংস্কারের আকাঙ্ক্ষা জেগেছে। আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন রাষ্ট্র কাঠামোয় দেখতে চাই। তবে বিতর্কিত কোনো কাজ করা হবে না, যাতে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওলামা-মাশায়েখ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

উপদেষ্টা ড. খালিদ হোসেন এসময় বলেন, বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ যেখানে বিভিন্ন ধর্মের মানুষ সহাবস্থান করছে। মসজিদে আজানের ধ্বনি, মন্দিরে উলুধ্বনি, গির্জায় ঘণ্টাধ্বনির সমন্বয়ে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। দায়িত্বে থাকাকালীন আমি সব ধর্মাবলম্বীর পাশেই থাকব।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য আবহমানকাল ধরে চলে আসছে, তবে কিছু দুষ্টচক্র মাঝে মাঝে এই সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করতে হবে।

ধর্ম উপদেষ্টা জানান, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও নারী নির্যাতন- সব ধর্মেই নিষিদ্ধ। এই ব্যাধি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সকল সামাজিক সমস্যা দূর করার জন্য সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ড. খালিদ বলেন, আমি রাজনীতির ঊর্ধ্বে থেকে আমার মন্ত্রণালয় পরিচালনা করছি এবং ভবিষ্যতেও তাই করব। অতিমাত্রায় দলীয়করণ ইসলামিক ফাউন্ডেশনকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এই অবস্থার পরিবর্তন আনতে বদ্ধপরিকর।

ধর্ম উপদেষ্টা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে, তাই পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে। নিরাপত্তা কমিটিতে স্থানীয় কমিউনিটির লোকদের সম্পৃক্ত করার পরামর্শও দেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর হোসেন, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান শিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও সভায় বক্তৃতা করেন।

আরো পড়ুন: সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিন উপদেষ্টা ড. খালিদ রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং হযরত শাহ মখদুম (রা.) এর দরগাহ পরিদর্শন করে চলমান নির্মাণ কাজের খোঁজ নেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App