আজ বিজয়া দশমী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ১১:৩৪ এএম

ফাইল ছবি
আজ বিজয়া দশমী। দশটার আগেই হবে দর্পণ বিসর্জন, বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন করতে হবে। সকাল নয়টা সাতান্ন মিনিটের মধ্যে দশমী পূজার মূল আনুষ্ঠানিকতা বা দর্পণ বিসর্জন করা হয়েছে। এরপর মা দুর্গার চরণে সিঁদুর দেন ভক্তরা। অন্যান্য বছর দশমীতে একে অন্যকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন নারীরা।
তবে এ বছর সামাজিক দূরত্ব মেনে সিঁদুর খেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। দুপুর বারোটা থেকে ঢাকায় প্রস্তুত থাকবে বিসর্জনের ঘাটগুলো। রাজধানীর বেশিরভাগ বিসর্জন হবে বুড়িগঙ্গার সোয়ারীঘাটে। টঙ্গীর তুরাগ নদীতেও বিসর্জন চলবে। সন্ধ্যা ছটার মধ্যে সবাই কে বিসর্জন শেষ করার নির্দেশনা দিয়েছে মহানগর পূজা উদযাপন কমিটি।
বিসর্জনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি বিসর্জন ঘাটে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্তুত থাকবে। এবছর পূজায় কোন ধরনের শোভাযাত্রা হবে না। একটি মন্ডপের প্রতিমা বিসর্জনে যে কজন প্রয়োজন শুধু তাদেরই প্রতিমার সঙ্গে ঘাটে আসতে বলা হয়েছে।