ইসিতে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর ভিড়, নিরাপত্তা জোরদার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

নির্বাচন কমিশনের অফিসের সামনে নিরাপত্তার দায়িত্বে সেনা সদস্যরা। ছবি: সংগৃহীত
নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ভিড় করছেন। এর আগে তাদের মধ্যে অনেকগুলো দলের নিবন্ধন বাতিল করেছিল ইসি। আর এসব দলের অনেক নেতাকর্মীরা ইসির বিরুদ্ধে পদত্যাগসহ নানা ধরনের স্লোগান দিতেও দেখা গেছে। যার প্রেক্ষিতে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা নির্বাচন ভবনে আসেন। তবে দুপুর পর্যন্ত তারা কারো সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
ইসিতে আসা দলগুলোর মধ্যে রয়েছে- লেবার পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া নেতৃত্বাধীন) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
আরো পড়ুন: শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক রাজনৈতিক দল আদালত ও ইসি থেকে নিবন্ধন পাচ্ছে। বিশেষ করে গণঅধিকার পরিষদ (জিওপি) ও নাগরিক ঐক্যের নিবন্ধন পাওয়ার পর তারাও মনে করছেন সুযোগ এসেছে ন্যায়বিচার পাবার।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি তাসবীর লস্কর বলেন, গত বছর আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। প্রাথমিক বাছাইয়ে যে ১২টি দল রাখা হয়েছিল, সেই তালিকায় আমরাও ছিলাম। তবে এক পর্যায়ে আমাদের গঠনতন্ত্রের একটি ধারা সংশোধনের জন্য বলে, আমরা সেটি সংশোধন করে জমাও দিই। কিন্তু তারপরও আমাদের বাদ দেয়া হয়।
ইসিতে বর্তমানে নিবন্ধিত দল ৫২টি। গত বছর প্রাথমিক বাছাইয়ে থাকা ১২টি দলের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুটি দল এবং নির্বাচনের পর মোট তিনটি দলকে নিবন্ধন দিয়েছে ইসি।