হত্যা ছাড়া সব মামলার আসামিকে অব্যাহতি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা ছাড়া অন্য মামলার আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আদালত চূড়ান্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আন্দোলন চলাকালে রাজধানীতে হত্যা, ভাঙচুর, চুরি, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনা কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২৯২টি মামলা হয়। এরমধ্যে ৬২টি হত্যা মামলা। এই ৬২টি ছাড়া বাকি ২৩০টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
এ বিষয়ে বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, কোটাবিরোধী আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় রিমান্ডেও নেয়া হয়। কিন্তু আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে তাদের অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পুলিশ। চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি প্রদান করেন আদালত।
আরো পড়ুন: বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান
তদন্তকারী কর্মকর্তারা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার ঘটনার সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিরা জড়িত না। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অপরাধ করায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। মামলার তদন্ত অহেতুক ফেলে না রেখে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পক্ষে মত দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ভবিষ্যতে মামলার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের সন্ধানসহ নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করা হবে বলেও জানায় তদন্ত কর্মকর্তা।
এ সময়ে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী বিভাগে। এ বিভাগে মামলার সংখ্যা ৫৭টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ৬৪৫ জন। এরপরের অবস্থানে রমনা ও গুলশান বিভাগ। রমনা ও গুলশান দুই বিভাগে ৪২টি করে মামলা হয়েছে। রমনা বিভাগের মামলায় গ্রেপ্তার হয়েছে ১৮২ জন। গুলশান বিভাগের মামলায় গ্রেপ্তার ৪১৯ জন। মতিঝিল বিভাগে মামলা হয়েছে ৪০টি। গ্রেপ্তার হয়েছে ৪২৩ জন। তেজগাঁও বিভাগে মামলা ৩৪টি, গ্রেপ্তার ৩৫৭ জন। উত্তরা বিভাগে মামলা হয়েছে ৩২টি। গ্রেপ্তার ৩০৬ জন। মিরপুর বিভাগে মামলা হয়েছে ২৮টি। গ্রেপ্তার হয়েছে ৪৮৫ জন। লালবাগ বিভাগে মামলা হয়েছে ১৭টি। গ্রেপ্তার হয়েছেন ১৪১ জন।