×

জাতীয়

বন্যায় পোল্ট্রি খামারিদের ক্ষতি ৫৬৭ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৯:৪১ পিএম

বন্যায় পোল্ট্রি খামারিদের ক্ষতি ৫৬৭ কোটি টাকা

ছবি: সংগৃহীত

   

বিগত কয়েক দিনের ৪ জেলায় বন্যার কারণে ৪ হাজার পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৫৬৭ কোটি টাকার বেশি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে সরকারের সহযোগিতা না পেলে সংকটে পরবে ডিম মুরগির বাজার। শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ) এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর-এই চার জেলায় খামারির সংখ্যা ৮ থেকে ৯ হাজার। বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন ৪ প্রান্তিক পোল্ট্রি খামারি। ডিম মুরগির বাজারে  স্বস্তি রাখতে সবার আগে প্রয়োজন বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া খামারিদের পূর্ণবাসন করা জরুরি।

পোল্ট্রি সেক্টরের চাহিদার ৮০ শতাংশ ডিম মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিদের বাঁচিয়ে রাখতে হবে। ৪ জেলার ক্ষতির পরিমানের হিসাব ডিম পাড়া লেয়ার মুরগি মারা গেছে প্রায় ৫ লাখ যার বাজার মূল্য ৪০ কোটি টাকা, ব্রয়লার মুরগি মারা গেছে ৪০ লাখ পিস যার বাজার মূল্য ৯৬ কোটি টাকা,  সোনালি মুরগি মারা গেছে ৩০ লাখ পিস, বাজার মূল্য ৭২ কোটি টাকা,  মুরগির খাবার নষ্ট হয়েছে প্রায় ৫ হাজার টন, যার বাজার মূল্য ৩৫ কোটি টাকা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক খামারের স্থাপনা নষ্ট হয়েছে সর্বনিম্ন ৮ লাখ টাকা। ৪০০০ খামারের স্থাপনা নষ্ট  হয়েছে ৩২০ কোটি টাকার , মুরগির বাচ্চা মারা গেছে প্রায় ১৫ লাখ ৪ কোটি ৫০ লাখ টাকা। ৪ জেলায় মোট ক্ষতির পরিমাণ ৫৬৭ কোটি ৫০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত খামারিদের ঘুরে দাঁড়ানোর জরুরি ভিক্তিতে অল্প সময়ের ভিতরে ভর্তুকি মূল্যে ফিড ও মুরগির বাচ্চা ভ্যাকসিন সরবরাহ সহ নগদ প্রণোদনা ও জামানত বিহীন ব্যাংক ঋণের বাবস্থা করে ডিম মুরগি উৎপাদনে ফিরিয়ে আনতে হবে। 

বন্যার কারণে ডিম মুরগির মোট চাহিদার ডিমের উৎপাদন কমেছে ৪ শতাংশ থেকে ৫ শতাংশ এবং সোনালি এবং ব্রয়লার মুরগির উৎপাদন কমেছে প্রায় ৮ শতাংশ এই সংকটের সুযোগ নিয়ে বাজার অস্থির হতে পারে। ডিম মুরগির বাজারে স্বস্তি রাখতে ক্ষতি গ্রস্থ বন্ধ খামারগুলো সরকারের সহযোগিতায় চালু করে উৎপাদন বাড়াতে হবে। 

সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার বলেন, আমরা সব সময় বাজেরে স্বস্তি রাখতে সবসময় বাজার সিন্ডিকেটের বাস্তব চিত্র তুলে ধরেছি তাতে সিন্ডিকেটের গায়ে লেগে গেছে সিন্ডিকেটের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলো তথ্য দিয়েছি তার সব প্রমাণ আছে। গত ১৯ আগস্ট ২০২৪ পোল্ট্রি ফিড মুরগির বাচ্চার অযুক্তির দামের জন্য প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় প্রতিবাদ করি তখন কর্পোরেট গ্রুপের পক্ষ থেকে প্রান্তিক উদ্যোক্তাদের নামে মামলা হামলা ও বিদেশি এজেন্ট ও ভাড়াটিয়া বানিয়ে প্রতিবাদ বক্তব্য দেয় এবং বিভিন্ন দপ্তরের চিঠি দেয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি আরো বলেন, ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেটের কবলে পরে ডিম মুরগির উৎপাদন খরচ বাড়ছে বিপরীতে প্রান্তিক খামারি ন্যায্য মূল্য না পেয়ে ১ লাখ ৬০ হাজার খামার থেকে বর্তমানে ৬০ থেকে ৬৫ হাজার খামার টিকে আছে এক লাখ খামার আগেই বন্ধ হয়ে গেছে যারা টিকে আছে এরাও বিভিন্ন সময়ে কোম্পানির চুক্তিভিত্তিক খামার যুক্ত হতে বাধ্য হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App