ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান ড. মইনুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪:৫৭ পিএম

ড. মইনুল খান
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) ড. মইনুল খান। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে এ পদে নিয়োগ দিয়ে বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) ড. মইনুল খানকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে প্রেষণে নিয়োগ দেয়া হলো। অবসর গমনের আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার নতুন নাম হয় ট্যারিফ কমিশন। ১৯৭৩ সালে এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে। ১৯৯২ সনের নভেম্বরে বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুনর্গঠিত হয়।
২০১৮ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বর্তমানে এটি দেশীয় শিল্পসমূহকে অসম প্রতিযোগিতা থেকে রক্ষা ও যথাযথ সংরক্ষণের লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করছে।