×

জাতীয়

জাতির যেকোনো ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখ জনগণের পাশে থাকে-থাকবে: ধর্ম উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম

জাতির যেকোনো ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখ জনগণের পাশে থাকে-থাকবে: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

   

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখ জনগণের পাশে থাকে ও থাকবে। দেশের বানভাসী অসহায় মানুষের সহায়তায়ও আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজ এগিয়ে এসেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর লালপুলে সিলোনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, অতীতে বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে আলেম-ওলামা সমাজ  জনগণের সাহায্যে এগিয়ে এসেছিলেন। করোনাকালে যখন পিতা পুত্রের লাশ ছুঁয়ে দেখেনি, স্ত্রী স্বামীর  মরদেহ ফেলে পালিয়েছেন, তখন আলেম-ওলামা সমাজ এগিয়ে এসেছিলেন। তারা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের সেবা করেছেন। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে কোভিডে মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করেছেন। 

তিনি বলেন, ওলামা মশায়েখ সমাজ ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা করে থাকেন।মানুষের সেবা করার ক্ষেত্রে তারা কখনো বিভেদ করেন না। আজও বিভিন্ন ধর্মের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। কারণ, জনগণের সেবা করা হলো ইবাদত। 

বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য জানায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে ওলামায়ে  ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, গাউছিয়া কমিটিসহ সব ইসলামি দল ও সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।

ধর্ম উপদেষ্টা ফেনীর লালপুলের সিলোনিয়া মাদ্রাসা, ফেনী পৌর এলাকার মধুপুর পশ্চিমপাড়া ও কুমিল্লা সদর দক্ষিণের পদুয়া বাজারে সহস্রাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া সিলোনিয়া মাদ্রাসায় আশ্রয় নেয়া মানুষের ভরণপোষণের জন্য মাদ্রাসার মুহতামিমের হাতে নগদ অর্থ  তুলে দেন তিনি। 

উল্লেখ্য, ইত্তেহাদুল উম্মাহ, ঢাকার আন নাদিল ইমদাদী আল ইসলামী ও অলস্টার টীম, নাসীহা ফাউন্ডেশন রাজশাহী, ফুড অর্গানাইজেশন বাংলাদেশ ও কাতার প্রবাসী শেখ আহমদ সাবীর সহায়তায় এ ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে  সহায়তা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App