উদ্বিগ্ন ছিলেন রুপা, 'সাংবাদিকতা কোনো অপরাধ নয়' বলেন শাকিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৭:২৩ পিএম

আদালত প্রাঙ্গনে একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ
আদাবর থানা এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও হেড অব নিউজ শাকিল আহমেদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ১৩ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে হাজতখানায় নিয়ে যাবার সময় একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের কাছে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকতা করা কোনো অপরাধ নয়। সাংবাদিকতা করার জন্য তার আজকের এই অবস্থা মনে করেন তিনি।
এদিকে আজ পুরোটা সময় জুড়ে ফারজানা রুপার মন খারাপ থাকতে দেখা যায়। রিমান্ড শুনানি চলাকালে আদালতের এজলাসেও উদ্বিগ্ন ছিলেন রুপা। তিনি আদালতে অনুমতি নিয়ে কথা বলতে চান। তবে কথা বলার সময় 'এটা একাত্তর টিভি নয়' মন্তব্য করে তাকে ধমকান আইনজীবীরা। পরে তিনি চুপ হয়ে যান।
একই মামলায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের আদেশ তাকে নিয়ে যাবার সময় মুখে হাসি দেখা যায়।
আরো পড়ুন: ৩৮৮ আনসার সদস্য কারাগারে
এদিন আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় বিএনপির আইনজীবী ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডের জোর দাবি জানান। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এতে করে প্রথম দফায় গোলাপ ও রুপা-শাকিলকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হলো।
এর আগে গতকাল (রবিবার ২৫ আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাককর্মী ফজলুল করিমকে হত্যা মামলায় গত ২২ আগস্ট একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও হেড অব নিউজ শাকিল আহমেদের ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।
গত ২২ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন।এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন।