অর্থ ছাড়াই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান শায়খ আহমাদুল্লাহর

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১১:২৫ পিএম

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত
অর্থ খরচ না করেও স্বেচ্ছাশ্রম দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। সেখানে তিনি লেখেন, অর্থ ব্যয় করতে না পারলেও আপনারা স্বেচ্ছাশ্রম দিয়ে দুর্গতদের সহায়তা করতে পারেন।
শনিবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কিছু ছবি প্রকাশ করেন। পোস্টের শিরোনামে তিনি উল্লেখ করেন, আপনাদের আমানত পৌঁছে যাচ্ছে বানভাসী মানুষের কাছে।
তিনি বলেন, আগামীকাল এবং পরশু, সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত, যে কোনো সময় এসে স্বেচ্ছাশ্রম দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন। বিশেষভাবে তরুণদের প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি পরিশ্রমসাধ্য কাজ, তাই কায়িক শ্রমে সক্ষম ব্যক্তিদেরই আমরা স্বাগত জানাচ্ছি।
শায়খ আহমাদুল্লাহ আরো উল্লেখ করেন, ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের জন্য মাদরাসাতুস-সুন্নাহ ক্যাম্পাসে উপস্থিত হতে পারেন। যারা আসতে চান তাদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে।
আরো পড়ুন: সচিবালয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
মাদরাসাতুস-সুন্নাহর ঠিকানা: ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয়: প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা।