×

জাতীয়

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩১৪ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩১৪ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

   

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাকিব (২৪) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। ফতুল্লা মডেল থানায় এই মামলায় প্রধান আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এছাড়া ১৯৪ জনের নাম উল্লেখ করে আরো ১১০-১২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে নিহত রাকিবের পিতা মোশারফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২০ জুলাই বিকালে শামীম ওসমানের নির্দেশে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা আন্দোলনকারীদের সুষ্ঠু দাবি থেকে বিতাড়িত করার জন্য গুলি বর্ষণ করে। এই ঘটনায় রাকিবকে গুলি করলে সে মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে।

মামলায় আরো নাম রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এ.কে.এম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আজমেরী ওসমান, অয়ন ওসমানসহ আরো অনেকে।

এদিকে, নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্বজনরা ৬টি থানায় মোট ১৬টি মামলা দায়ের করেছেন। এর মধ্যে মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে।

ফতুল্লা থানায় ৪টি, আড়াইহাজার থানায় ২টি, রূপগঞ্জ থানায় ১টি, সদর থানায় ১টি, সোনারগাঁ থানায় ২টি এবং সিদ্ধিরগঞ্জ থানায় ৫টি মামলা দায়ের করা রয়েছে।

আরো পড়ুন: কখন নির্বাচন হবে, সেটা আমাদের সিদ্ধান্ত নয়

মামলায় মোট আসামির সংখ্যা ১ হাজার ৭৫৯ জন, যেখানে অজ্ঞাতনামা আসামি প্রায় ১ হাজার ৩৯০ জন। নিহতদের স্বজনরা এসব মামলাগুলো দায়ের করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App