×

জাতীয়

সাবেক এমপি সাদেক খানের ১০ দিনের রিমান্ড আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

সাবেক এমপি সাদেক খানের ১০ দিনের রিমান্ড আবেদন

সাবেক এমপি সাদেক খান। ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ট্রাকচালক সুজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, শনিবার (২৪ আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে সাদেক খানকে আটক করা হয়। পরে মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন (২৫) হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া, তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে বার্নিকাট গাড়িতে ওঠার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ট্রাকচালক সুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

সাদেক খান ১৯৯৭ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন ৪৭ নং ওয়ার্ড এবং বর্তমান ৩৪ নং ওয়ার্ড থেকে ৪ বার কাউন্সিলর নির্বাচিত হন এবং ২ বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি শ্রেষ্ঠ কাউন্সিলরের পুরস্কারও অর্জন করেছিলেন।

আরো পড়ুন: বন্যায় প্রাণিসম্পদ খাতে ক্ষতি ১ হাজার ৫০০ কোটি টাকা

রাজনৈতিক জীবনে সাদেক খান বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App