বন্যার্তদের পাশে র্যাব: ২ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

ছবি: ভোরের কাগজ
দেশের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে র্যাব। টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ২ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পুলিশের এই এলিট ফোর্স। শনিবার (২৪ আগস্ট) এই ত্রাণ সামগ্রী ছাত্রজনতার হাতে তুলে দেয় তারা।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। ফেনী জেলার অধিকাংশ এলাকায় বন্যার প্রভাবে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ডুবে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।
এই পরিস্থিতিতে র্যাব ফোর্সেস মানবিক সহায়তা হিসেবে ২ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। প্রতিটি ত্রাণ প্যাকেটে রয়েছে চিড়া, মুড়ি, গুড়া দুধ, মোমবাতি, এনার্জি বিস্কুট, পাটি, লাইটার, গুড়, চিনি, খেজুর, মশার কয়েল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
র্যাবের বার্তায় আরো জানানো হয়, বন্যার শুরু থেকেই র্যাব ফোর্স বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে আসছে। গত ২৩ আগস্ট, ফেনী জেলার বিভিন্ন এলাকায় ৫ শতাধিক বন্যার্তকে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া, ফেনীর পরশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে ১ জন গর্ভবতী নারী এবং ২ জন নবজাতক শিশুকে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দিয়ে সুস্থ করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়।
র্যাবের সদস্যরা নারী, শিশু ও বৃদ্ধসহ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানি বন্দিদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করছে। র্যাব ফোর্সের প্রত্যেক সদস্য দেশের সংকটময় পরিস্থিতিতে দেশপ্রেম, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বন্যার্তদের মানবিক সহায়তা, জানমালের নিরাপত্তা এবং উদ্ধার কার্যক্রমের পাশাপাশি র্যাবের কর্মরত সকল সদস্যের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা সবসময় মানুষের পাশে থাকবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ, ওষুধ ও উদ্ধার সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।