আনসারদের দাবি পর্যালোচনা করছে সরকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
সাধারণ আনসারদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মাদ মোমেন স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, সরকার সাধারণ আনসারদের সকল দাবি গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় ২৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে সরকারের গ্রহণ করা সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়া হয়।
জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে- সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেয়া হয়, সেটি বাতিল করে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত নতুন কোনো সাধারণ আনসার নিয়োগ দেয়া হবে না।
একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক। এই কমিটি সাধারণ আনসারদের দাবিগুলো পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করবে এবং ৭ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। এর পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি সুপারিশগুলো পরীক্ষা করে বাস্তবায়নের পথ নির্ধারণ করবে।
সরকার আশা প্রকাশ করেছে যে, এ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
এদিকে, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মাদ মোমেন বলেছেন, আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী এবং এ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। তিনি সকল সাধারণ আনসার সদস্যকে দ্রুত স্ব-স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আরো পড়ুন: কাপ্তাই বাঁধ খুলে দেয়ার সময় জানালো কর্তৃপক্ষ
তিনি আরো বলেন, মুষ্টিমেয় কিছু ব্যক্তি এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।