×

জাতীয়

শেখ পরিবারের পাঁচসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৯:৪৭ পিএম

শেখ পরিবারের পাঁচসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

   

২০১৮ সালে শিবগঞ্জ বিএনপির নেতা শাহ আলম সুজাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকীকে আসামি করে বগুড়ায় আরেকটি হত্যা মামলা হয়েছে।

জেলা আদালতের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন। মামলার আরজিতে শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্যসচিব নাঈমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাংবাদিক-উপস্থাপিকা ফারজানা রুপা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম (জিন্নাহ), তার ছেলে হুসাইন শরীফ, শ্যালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ (বিপুল), রেজ্জাকুল ইসলাম প্রমুখ। আরজিতে মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহাবালা স্কুলমাঠে মহাজোট–সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী সভা হয়। ওই সভা থেকে ফেরার পথে আসামিরা মহাবালা সেতুর কাছে ময়দানহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমকে অপহরণ করেন। ১ থেকে ৯ নম্বর আসামির হুকুমে এবং পরিকল্পনায় তাকে গুম করা হয়। পরে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগর উপজেলা থেকে শাহ আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ শুক্রবার বলেন, আদালতের নির্দেশে হত্যা মামলাটি থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App