বন্যা পরিস্থিতির অবনতি: বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম

ছবি : সংগৃহীত
ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৩ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র্যাব।
ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে সম্প্রতি বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় বন্যা কবলিত অসহায়দের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। এমন পরিস্থিতিতে ফেনীতে আটকেপড়া বন্যাদুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে এলিট ফোর্স র্যাব। বন্যাকবলিত কোনো মানুষকে উদ্ধারে সহায়তার জন্য ০১৯৬৮৮৪২৯৬২ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরো পড়ুন : বন্যা পরিস্থিতির অবনতি: এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু
উল্লেখ্য, ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন অন্তত ১১টি জেলার মানুষ। দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের এ জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক অবস্থা ফেনীর। ক্রমশ অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। কয়েকটি শহরসহ নিম্নাঞ্চলের জনপদ প্লাবিত। বানের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, গবাদিপশু। ভাসছে মানুষও। আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৪০ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ডুবে গেছে বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ; নেই বিদ্যুৎ সংযোগও। ফেনীসহ বেশির ভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানবিক বিপর্যয়ের মুখে ফেনীসহ বন্যাকবলিত এলাকার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলে বানভাসি মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠেছে। বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং স্বেচ্ছাসেবীরাও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। সেনাবাহিনীর ২৪টি বোট এবং ছাত্র আন্দোলনের ৫০টি বোট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিতরণ করা হচ্ছে ত্রাণও।