শেখ হাসিনার ডিপিএস খোকনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম

আশরাফুল আলম খোকন
নামে-বেনামে অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব (ডিপিএস) আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে। নানা প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে প্রায় ৪৩ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে আমেরিকায় বিপুল সম্পদ কেনার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা যায়, মোহাম্মদ আশরাফুল আলম খোকন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তার নামে চারটি বিলাসবহুল গাড়ির তথ্য পাওয়া গেছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-ঘ-১৭-৪১৭৭ (ল্যান্ড ক্রুজার), ঢাকা মেট্রো-ঘ-১৮-২৫৭২ (টয়োটা-রাশ), ঢাকা মেট্রো-ঘ-১১-০০৭৭ (মিতসুবিশি পাজেরো জিপ) ও ঢাকা মেট্রো-গ-৩৫-৭৬২৭ (কার স্যালুন)। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে তার স্ত্রী রেজওয়ানা নূপুরের নামে শেয়ার রয়েছে। নগদের শেয়ার বিক্রির নামে তিনি ১২ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি বহুজনের কাছ থেকে নগদের ডিলারশিপ দেয়ার নামে অর্থ নিয়ে আত্মসাৎ করেন।
ঢাকায় একাধিক প্লট থাকার কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে তার ফ্ল্যাট ও ম্যানহাটনে বাণিজ্যিক ফ্লোর রয়েছে। গ্রামের বাড়িতে আছে তিন কোটি টাকা দামের বিলাসবহুল বাড়ি। তিনি সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেন। সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত সিকদারের সঙ্গে যৌথভাবে ভিওআইপির কারবারে জড়িয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন। গান বাংলার মালিক তাপসের সঙ্গে সখ্য করে বিদেশি নারীদের বাংলাদেশে এনে বিভিন্নজনের মনোরঞ্জনের জন্য পাঠাতেন এবং এর মাধ্যমে বিপুল অবৈধ অর্থ আয় করতেন।
দুদকের কাছে তথ্য রয়েছে-খোকনের বিরুদ্ধে যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট ও ছাত্র লীগ নেতা চৌধুরী নাজমুল আলমের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালান পরিচালনায় সম্পৃক্ত হওয়ার অভিযোগ রয়েছে। তিনি এস আলম ও ম্যাক্স গ্রুপ থেকে নিয়মিত মাসোহারা ও চাঁদা নিতেন। সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশন স্টেশন থেকে চাঁদাবাজি করতেন।
পুলিশ, জনপ্রশাসনসহ বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্য করতেন এবং টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। তার সম্পদের মধ্যে রূপগঞ্জে বাড়ি, প্লট, গাজীপুরে ইটভাটা, কলাবাগান, উত্তরা ও শনির আখড়ায় তিনটি ফ্ল্যাটসহ ৪২ কোটি ৮১ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন বলে সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধান করছে দুদক। এই গোয়েন্দা প্রতিবেদন তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেয়ার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে আশরাফুল আলম খোকন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি নেন।
কে এই আশরাফুল আলম খোকন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী খোকন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। স্কুল জীবন থেকে শুরু করে ছাত্রজীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন খোকন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে যোগদানের আগে আশরাফুল আলম খোকন চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি ৬ বছর কাজ করেছেন।