×

জাতীয়

ছাত্র আন্দোলন: গুলিবিদ্ধ ইমনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১১:২৪ এএম

ছাত্র আন্দোলন: গুলিবিদ্ধ ইমনের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল মির্জাপুরে গুলিবিদ্ধ হওয়া আহত শিক্ষার্থী ইমন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

নিহত ইমনের বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট দুপুর ৩টার দিকে টাঙ্গাইল মির্জাপুরের গোড়াই এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি করে পুলিশ। এসময় বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয় তার। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে উত্তরা লেকভিউ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিলো।

আরো পড়ুন: কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

ইমরান আরো জানান, তাদের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানার হেমনগর ইউনিয়নের নলিন বাজার গ্রামে। টাঙ্গাইল ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে মাধ্যমিক পাশ করেছেন ইমন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিল বড়। বাবা জুলহাস হোসেন ইমনের ১০ বছর বয়সের সময় মারা গেছেন। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালের আইসিইউর সামনে বেহুশ হয়ে পড়েন মা রিনা বেগম। স্বজনরা তাকে জরুরি বিভাগে চিকিৎসা করান।

হাসপাতালে থাকা প্রতিবেশী শান্ত ইসলাম ফরিদ জানান, হেমনগর ডিগ্রি কলেজের ১ম বর্ষে ভর্তি হয়েছেন ইমন। তবে মির্জাপুরে একটি ছোট প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছিলেন। সেখানে টিউশনিও করাতেন। যেদিন গুলিবিদ্ধ হন, তার কিছুক্ষণ আগের ভিডিও ফুটেজেও দেখা গেছে, রাজপথে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App