বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাজিদের মৃত্যু

বোরহান উদ্দিন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০২:২৮ পিএম

নিহত সাজিদ। ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক সাজিদের মৃত্যু হয়েছে। তিনি বুধবার (১৪ আগস্ট) ঢাকায় (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার বিল কুকরী গ্রামে সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
জানা যায়, ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী একরামুল হক সাজিদ। আন্দোলনের সময় পুলিশের করা একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিল কুকরী গ্রামে।
সাজিদের পরিবার জানায়, ১৫ আগস্ট সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। দ্বিতীয় জানাজা হয় তার নিজ গ্রামে। পরে তার দাফন সম্পন্ন হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ একরামুল হক সাজিদের জানাযায় অংশ নেন।
এসময় নাহিদ বলেন, দেশকে স্বৈরাচারী মুক্ত করতে সজিদ জীবন দিয়ে গেছেন । আমরা শপথ করছি শহীদ সাজিদদের রেখে যাওয়া প্রতিশ্রুতি জীবন দিয়ে হলেও রক্ষা করবো । শহীদ সাজিদের পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিবেন বলেও জানান তিনি।
আরো পড়ুন: যেভাবে বানাবেন আমড়ার জুস
শহীদ একরামুল হক সাজিদের জানাজায় অংশ নেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। তার মৃত্যুতে পরিবার ও গ্ৰামে চলছে শোকের মাতম।