বাংলাদেশ বিমানের শীর্ষ পদে বড় রদবদল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে। বিমানের ডিজিএম (পার্সোনাল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ এ আদেশ জারি করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) এক অফিস আদেশে বিমানের পরিচালক কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেয়া হয় শাকিল মেরাজকে।
তিনি বর্তমানে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে আছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি দুই দায়িত্বই পালন করবেন। পৃথক এক আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে একই দিনে জারি করা আদেশে বিমানের ডিজিএম-ফ্লাইট সার্ভিস মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তর, বিমানের আইন বিভাগের ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার এবং বিমানের ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপ-বিভাগে বদলি করা হয়।